



#কলকাতা: ২৫ দিন পর কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের অস্ত্রোপচারের জন্য আমেরিকায় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সোমবার সকাল ৮ টায় কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন অভিষেক।উল্লেখ্য, ২০১৬ সালে বহরমপুর থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি।
তখনই চোখে গুরুতর আঘাত পান তিনি। সেই সময় বাঁ চোখের নিচে গালের অরবিট বোনে গুরুতর আঘাত পেয়েছিলেন অভিষেক। সেই চিকিৎসা করিয়ে আজ সকালে আমেরিকা থেকে বাড়ি ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতে থাকতে পারেন বলে জানাগিয়েছে।
