



#ইসলামপুর: উওর দিনাজপুর জেলার করণদিঘীতে ছট পূজা উপলক্ষে পূজার উপহার তুলে দিলেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল।করণদিঘী সহ ডালখোলা পৌরসভায় ৩ হাজার ছট পূজাকারীকে ছট পূজার উপহার সামগ্রী দিয়ে বিধায়ক গৌতম পাল বলেন, ছট পূজা যাতে খুব ভালো ভাবে কাটে সকলের।
প্রতিটি ছট ঘাটে পূর্নার্থীদের জন্য সবরকম সহযোগিতা থাকছে। এদিন ছট পূজার ব্রতীদের ছট পূজার শুভেচ্ছা বার্তা দিলেন বিধায়ক গৌতম পাল, বিধায়কের এমন উদ্যোগে রীতিমতো খুশি এলাকাবাসী।
