



#ইসলামপুর: পথ দূর্ঘটনার কবলে ২ বাইক আরোহী। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সোনাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন ২ বাইক আরোহী। স্থানীয়দের তৎপরতায় ২ জন বাইক আরোহী দুর্ঘটনায় জখম হলে তাদেরকে উদ্ধার করে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাইক চোপড়া থেকে সোনাপুর যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা অপর একটি বাইক এর সংঘর্ষে এই দুর্ঘটনা। খবর পয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
