



#ইসলামপুর: কালীপুজো শেষ হয়ে গেলেও তার রেশ অব্যাহত। পুজো পরবর্তী একের এক চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরই ইসলামপুরের আমবাগান কলোনির ক্ষুদিরাম বোইজ ক্লাবের ২১ হাত কালী ও ২২ হাত শিব নামের কালি পূজো ইসলামপুর বাসীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় বলে পুজো কমিটির উদ্যোক্তাদের দাবি।
যদিও করোনা সংকটকালীন দুই বছরে সুরক্ষার স্বার্থে অনুষ্ঠান করতে পারা যায়নি। এই বছরে নতুন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার পাশাপাশি বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। স্থানীয় বাসিন্দা, নরদেব বর্মন জানান পুজো দিনগুলি তে স্থানীয় লোক ছাড়া পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে প্রচুর মানুষ এই পুজো দেখতে ভিড় করে।
