News Britant

Friday, January 27, 2023

গাড়ি থামিয়ে চালকদের অভিনব ভাইফোঁটা ইসলামপুরে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: আজ ভাই ফোঁটা,  আজকের দিনে বোনেরা তাদের ভাই বা দাদাদের দীর্ঘায়ু কামনা করে  তাদের কপালে ফোঁটা দেয়।  আজকের দিনে এক অভিনব ভাইফোঁটা পালিত হলো ইসলামপুর শহরে।

সিস্টারস এন্ড ব্রাদারস সোসাইটির পক্ষ থেকে এই দিন ইসলামপুর বাইপাস এর সমস্ত লরি চালকদেরকে ভাইফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করল সোসাইটির সদস্যরা। কাজ করতে এসে এমনভাবে বোনেদের হাতে ফোঁটা পেয়ে খুশি পাঞ্জাবের  মনোজিৎ সিং, বিহারের দীপক যাদব,  মুর্শিদাবাদের আইনুল হকরা।

আইনুল জানায় এ বছরই সে প্রথম ভাইফোঁটা পেল। সোসাইটির সভাপতি বাপন দাস বলেন এই গাড়ীচালক ভাইরা সারাবছর বেশিরভাগ সময়ই রাস্তায় কাটায় তাই এদেরকে আনন্দ দেওয়ার জন্যই এই চিন্তাভাবনা করা হয়েছে।

Leave a Comment