



#মালবাজার: মাল নদীর মহা দশমী দুর্গা প্রতিমা বিসর্জনে হড়পা বানে আটজনের প্রয়াণের পর এবার কালীপুজোর বিসর্জনে প্রশাসনিক বিধি নিষেধ রয়েছে। মাল নদীর ঘাটে প্রবেশের মূল পথে এসে প্রতিমা বিসর্জনের জন্য প্রশাসনিক তত্ত্বাবধানে পূজো কমিটি গুলিকে দায়িত্ব হস্তান্তর করতে হচ্ছে।
শেষ পর্যায়ের দুজন পুজো কমিটির সদস্যের উপস্থিতিতে মাল নদীতে কালী প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। প্রশাসন, পুলিশ প্রমুখের উপস্থিতিতে বিসর্জন চলছে। মালনদীর প্রবেশ মুখে এসডিএলএলআরও দপ্তরে সামনে দেওয়া হয়েছে পুলিশের ব্যারিকেড।
ব্যারিকেড পর্যন্ত পুজা কমিটি গুলি প্রতিমা ও শোভাযাত্রা নিয়ে যেতে পারবে। তারপর প্রতিমা ও বিসর্জনের সামগ্রী পুলিশের তত্বাবধানে দুইজন কমিটির লোকের উপস্থিতিতে ভাসিয়ে দেওয়া হবে। এমনই নির্দেশ মেনে পুজা কমিটি গুলি বুধবার বিকাল ও বৃহস্পতিবার বিকালে কালী প্রতিমা বিসর্জন দেয়।
