



#রায়গঞ্জঃ এবার পশ্চিম বঙ্গ রাজ্য যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের প্রতিনিধি তন্ময় দত্ত। এমন খবরে জেলা কংগ্রেসে খুশির হাওয়া ছড়িয়েছে। জানা গেছে, সারা দেশের সাথে রাজ্য যুব কংগ্রেসেরও সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের জন্য সদস্য পদ দেওয়া শুরু হয় বিগত ২৮শে এপ্রিল।
নির্বাচনের জন্য নমিনেশন হয় ১২ই মে। সদস্যপদের চুড়ান্ত তালিকা প্রকাশ হয় ২রা জুলাই। এরপর রাজ্য সম্পাদকের ফলাফল প্রকাশিত হয় গত ১লা অক্টোবর। সদ্য যুব কংগ্রেসের রাজ্য সম্পাদকের দায়িত্ব পাওয়া তন্ময় দত্ত বলেন, ‘রাজ্য স্তরের এই নির্বাচনে ১৮৯৩ টি ভোট পেয়েছি এবং রাজ্যের ২৫ জন রাজ্য সম্পাদকের মধ্যে স্থান পেয়েছি।’
রাজ্য দিনে দিনে কংগ্রেস দূর্বল থেকে দূর্বলতর হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে, আগামী দিনে কেমন হবে কর্মসূচি, প্রশ্ন করতেই তন্ময় বাবু বলেন, আমাদের আদর্শের রাজনীতিকে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। ঝড়, রোদ সামলে যুব কংগ্রেসকে আগামী দিনে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। এছাড়াও নিজের জেলার যুব সমাজের সমস্যা যুব কংগ্রেসের রাজ্য স্তরে সদস্যদের সামনে তুলে ধরে, সেই সমস্যা সমাধানের চেষ্টা করব।
তন্ময় বাবুকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জেলা যুব কংগ্রেসের সভাপতি শৌভিক রায়, প্রাক্তন জেলা যুব সভাপতি তুষার গুহ এবং জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। মোহিত বাবু বলেন, নতুন সদস্য তৈরি, প্রশাসনের দরজায় দূর্নীতির বিরুদ্ধে লড়াই, সাধারণ মানুষের প্রয়োজনীয় পরিষেবা সহ বিভিন্ন অংশের মানুষের সাথে যুব কংগ্রেসের সদস্যরাই প্রাথমিক লড়াই, ডেপুটেশনে থাকে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুব কংগ্রেসের দায়িত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। আশা করছি, নতুনরা সেই দায়িত্ব সঠিকভাবে সামাল দিয়ে দলকে শক্তিশালী করবে।
