



#ইসলামপুর: ছট পূজা উপলক্ষে পূজার সামগ্রী তুলে দিলেন ছট পূজারীদের। উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের অন্তর্গত লাহুতাড়া ২ নং গ্রাম পঞ্চায়েত বুধরা এম এস কে স্কুলে ছট পূজা উপলক্ষে ১০০ জন ছট পূজারিদের ছট পূজার উপহার সামগ্রী তুলে দিলেন দি আগা চ্যারিটি ইভেন্ট নামে একটি সংস্থা। ওই সংস্থার উদ্যোগে এই ছট পূজার সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়।
