News Britant

সারা ভারত ফরওয়ার্ড ব্লক ইসলামপুর লোকাল কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান কর্মসূচি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: সারা ভারত ফরওয়ার্ড ব্লক ইসলামপুর লোকাল কমিটির পক্ষ থেকে শুক্রবার  এক ডেপুটেশন প্রদান কর্মসূচি  পালন করা হলো।  জানা গেছে, মোট চোদ্দ দফা দাবির ভিত্তিতে বিডিও অফিসে এই দিন  ডেপুটেশন জমা দেয়  ফরওয়ার্ড ব্লকের ইসলামপুর  লোকাল কমিটির সদস্যরা।  কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছে ভিন্ন ভিন্ন দাবি নিয়ে এই ডেপুটেশন দেওয়া হয়।

নদী ভাঙ্গন রোধ,  ইসলামপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় রাস্তা সংস্কার, বিএলআরও অফিসে দালাল চক্র রোধ,  ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সঠিকভাবে কাঁটাতারের বেড়া লাগানো সহ  একাধিক দাবিতে এদিনের এই  ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানায় সারা ভারত ফরওয়ার্ড ব্লক ইসলামপুর লোকাল কমিটির কার্যকর্তারা।

Leave a Comment