



#রায়গঞ্জঃ রায়গঞ্জ মেডিকেল কলেজের তৃণমূল অস্থায়ী কর্মী সংগঠনের উদ্যোগে ছট পুজো উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করা হলো অস্থায়ী কর্মীদের মধ্যে। শুক্রবার রায়গঞ্জ মেডিকেল কলেজে এই অনুষ্ঠানটি করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক তথা তৃণমূল নেতা সন্দীপ বিশ্বাস।
তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শেখর দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। এদিন প্রায় ৬০ জনের হাতে নারকেল, কুলো এবং ফল তুলে দেওয়া হয় বলে জানান রায়গঞ্জ মেডিকেল কলেজের তৃণমূল অস্থায়ী কর্মী সংগঠনের সভাপতি সত্যরঞ্জন সরকার।
