



#রায়গঞ্জঃ আগামী রবিবার ছট পুজো। সূর্য দেবতাকে পুজোর মধ্যে দিয়ে প্রকৃতি দেবীকে সম্মান জানানো হয় বলে মত পুজো পাঠের সাথে জড়িত পন্ডিত দের। এবারের ছট পুজোর প্রাক্কালে শুক্রবার দুপুরে রায়গঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ও বর্তমানে ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর অনিরুদ্ধ সাহা (টুবাই) ও তার সহধর্মিণী প্রিয়া সাহার যৌথ উদ্যোগে ওই ওয়ার্ডের সমস্ত ছট্ পুণ্যার্থীদের মধ্যে উপহার হিসেবে তুলে দেওয়া হল গম ও বস্ত্র।
অনিরূদ্ধ বাবু জানান, এদিন তার ওয়ার্ডের প্রায় ৩০০ জন মহিলাকে গম ও শাড়ি ও ৫০ জনের অধিক পুরুষ পূণ্যার্থীকে ধুতি, গেঞ্জি এবং গামছা উপহার দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার মুখ্য পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ-পৌরপ্রশাসক অরিন্দম সরকার, পৌর প্রশাসক বোর্ডের সদস্য সাধন কুমার বর্মন সহ ওয়ার্ডের বয়স্ক গুরুজন ও অন্যান্য সন্মানীয় ব্যক্তিরা।
