



#হেমতাবাদঃ কালীপুজো উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী বাউল উৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে মেতে উঠেছেন এলাকার ধর্মপ্রাণ মানুষজন। প্রতিবছরই হেমতাবাদের পাটইর ঠকঠকি মোড় এলাকায় কালীপুজো উপলক্ষে ৩ দিন ব্যপী বাউল উৎসবের আয়োজন করা হয়। পরিচালনায় অগ্রগামী যুব সংঘ।
শুক্রবার সন্ধ্যায় এই উৎসবের সূচনা হয় চলবে রবিবার পর্যন্ত। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার আইসি অভিজিত দত্ত, মন্সুর আলী, বীরেশ্বর সরকার, অজয় সরকার। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এক সাথে এই অনুষ্ঠানের আয়োজন করেন। এ রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও ওপার বাংলা থেকেও শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান আয়োজকরা।
