



#নিউজ ডেস্কঃ পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার। গত ২৮শে অক্টোবর নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১লা নভেম্বর থেকে প্রতি জেলায় ৫ম পর্বের দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সরকারি অনুদান, ভাতা সহ সমস্ত রকম ব্যক্তিগত কাজ যেমন তপশিলি জাতি ও উপজাতি সার্টিফিকেট, লক্ষীর ভান্ডার, রূপশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড সহ একাধিক সুযোগ সুবিধা দুয়ারে সরকারের মধ্যে দিয়ে সমাধান করতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ২০২১ সালের বিধানসভা ভোটের মুখে শুরু করেন।
বিগত ৪টে দুয়ারে সরকারে বহু মানুষের নানাবিধ সমস্যার সমাধান এই ক্যাম্পের মাধ্যমে সমাধান হয়েছে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকেরা। ৫ম দুয়ারে সরকার, সঙ্গে মিলবে আরও দুটি পরিষেবা। একটি হল, এই পরিষেবার মাধ্যমে জমির পাট্টার জন্য আবেদন করা যাবে এবং অপরটি হল, নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা যাবে, সাথেই বিদ্যুতের বকেয়া বিলও গ্রাহকেরা পরিশোধ করতে পারবেন।
যেসব গ্রাহকেরা এই পরিষেবার দ্বারা বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করতে যাবেন, সেক্ষেত্রে কোনো অতিরিক্ত ফি তাদের দিতে হবেনা। পাশাপাশি চলবে পাড়ায় সমাধান কর্মসূচি। পুজোর পার হতেই আগামী পঞ্চায়েত নির্বাচনের দিকে চোখ রেখেই এমন উদ্যোগ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
