News Britant

ছেলের জন্মদিনে অন্য আয়োজন মানবিক বাবার

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: শুক্রবার ছিল ইসলামপুরের বাসিন্দা জনৈক  পঙ্কজ ভগতের ছেলে পারস ভগতের   ১৫ তম জন্মদিন।  ছেলের জন্মদিন কে স্মরণীয় করে রাখতে একটু ভিন্ন ভাবনায় জন্মদিন পালন করা হলো।  এই দিন স্থানীয় স্টেট ফার্ম কলোনির  সূর্যসেন ক্লাবের মাঠে  এলাকার কচিকাঁচাদের নিয়ে  এক অনুষ্ঠানের আয়োজন করা হয় পারসের জন্মদিন উপলক্ষে।

শিশুদের কে দিয়ে আবৃত্তি নাচ-গান করানোর পাশাপাশি তাদের মিষ্টিমুখ করানো হয়। এছাড়া শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য তাদের হাতে পড়াশোনার সামগ্রী বই পত্র খাতা কলম পেন্সিল বক্স ইত্যাদি তুলে দেওয়া হয়।

এ বিষয়ে পঙ্কজ ভগৎ জানান জন্মদিন বিষয়টি শিশু বয়সে মানুষকে অনেক বেশি আনন্দ দেয়, বয়স বাড়ার সাথে সাথে জন্মদিনের আনন্দ খানিকটা ফিকে হতে থাকে তাই কচিকাচাদের আনন্দ দিতে ছেলের জন্মদিনে এই অভিনব ভাবনা ভেবেছেন তিনি।

Leave a Comment