



#ইসলামপুর: ছোট গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাইক চালকের। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখর ১নং ব্লকের অন্তর্গত সাহাপুর রাজ্য সড়কে। ঘটনাসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থেকে ইসলামপুরগামী একটি ছোট গাড়ি যাচ্ছিল বিপরীত দিক থেকে আসছিল একটি বাইক।
পথে সাহাপুর এলাকায় রাজ্য সড়কে বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। যার জেরে ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়। মৃতের নাম বলিয়া। বাড়ি গুয়াগাও এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
