News Britant

Friday, December 9, 2022

করোনার ধারা অব্যাহত এবছরের ছটেও

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: করোনার ধারা অব্যাহত এবছরের ছটেও। এবারেও বাড়ির সামনে অস্থায়ী জলাশয় তৈরী করে ছটপুজোর আয়োজন। আজ এমনই চিত্র উঠে এল ইসলামপুর শহরের লোকনাথ কলোনি এলাকা থেকে। উদ্যোক্তা প্রদীপ কানু।

তিনি বলেন, গত ২ বছর করোনার কারনে সংক্রমনের ভয়ে নদী ঘাটে যাওয়া সম্ভব হয়নি৷ তাই ২ বছর গর্তখুঁড়ে সেখানে প্রতীকি জলাশয় বানিয়ে এই পুজোর আয়োজন করা হয়েছিল। এবছরেও সেই চিত্রই লক্ষ করা যায়। সেই ধারা বজায় রেখেই এবারেও পুজোর আয়োজন করেছেন প্রদীপ বাবু।

Leave a Comment