



#ইসলামপুর: মোটর বাইক ও বেলারো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই জন। সোমবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নং ব্লকের অন্তর্গত গদা হাট রাজ্য সড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাহাপুরের দিক থেকে একটি বোলেরো গাড়ি যাচ্ছিল নিজস্ব গন্তব্যে সেসময় উল্টো দিক থেকে আসা বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে বেলারো গাড়ির। ঘটণায় গুরুতর আহত হয় বাইক চালক ও আরোহী। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের লোধন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
