News Britant

বল্লভভাই প্যাটেলের জন্মদিনে রায়গঞ্জে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ সোমবার সকালে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী  সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৭তম জন্মদিন উপলক্ষ্যে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সাথে যৌথ উদ্যোগে উত্তরের সংস্কার ভারতী পালন করল জাতীয় একতা দিবস। এদিন রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির সিবিএসইতে এই একতা দিবসের অনুষ্ঠান টি উদযাপিত  হয়।

এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আলপনা অঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা দিয়েই এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সন্ধ্যায় বল্লভ ভাই প্যাটেলের প্রতিকৃতি তে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সমবেত সংগীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এদিন।

উপস্থিত ছিলেন উত্তরের সংস্কার ভারতী র সম্পাদক বিকাশ কুমার ভৌমিক, অপূর্ব রায় ও স্কুলের অধ্যক্ষ রাজবলী পাল, তথ্য ও সম্প্রসার মন্ত্রকের পক্ষে ফিল্ড পাবলিসিটি অফিসার বিরাজ নারায়ণ রায় প্রমুখ।

Leave a Comment