



#ইসলামপুর: বড়সড় সাফল্য বিএসএফের। সোনার বিস্কুট সহ আটক এক পাচারকারি। গোয়ালপোখর থানার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ১৪ টি সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে আটক করল বিএসএফের জওয়ানরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আমবাড়ী- ডাঙ্গিপাড়া এলাকার।
জানা গিয়েছে বিএসএফ ওই ব্যক্তিকে ইসলামপুর শুল্ক দফতরের হাতে সোমবার রাতে তুলে দিয়েছে। ইসলামপুর শুল্ক আধিকারিক শ্যামল কুমার বর্ধন জানান, বিএসএফ ১ হাজার ৬শো ৩২ গ্রাম সোনার বিস্কুট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৪ লক্ষ্য ৪৮ হাজার, ২৩৯ টাকা।
ধৃত ওই ব্যক্তির নাম হরষিত বিশ্বাস। ধৃতের বাড়ি গোয়ালপোখর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ডাঙ্গিপাড়া এলাকায়। ধৃত ব্যক্তি ওই সোনার বিস্কুট গুলি অন্য কোনও ব্যক্তি হাতে হস্তান্তর করার সময় বিএসএফের হাতে ধরা পড়ে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বিসিএস ও শুল্ক দফতর।
