News Britant

আমেদাবাদে কাজ করতে গিয়ে ইসলামপুরের যুবক এর রহস্য মৃত্যু

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: আমেদাবাদে কাজ করতে গিয়ে প্রাণ হারালো ইসলামপুর থানার গেন্না বাড়ি এলাকার যুবক আরিফ। আমেদাবাদের কোন পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তবে মৃতদেহ দেখে  তার এই মৃত্যু স্বাভাবিক বলে মনে করছে না অনেকেই।

আরিফের মৃত্যুর সঠিক তদন্তের দাবি করছে তার পরিবারের লোকজন। আরিফের মৃত্যুর বিষয়ে গাইসাল ২ নং গ্রাম পঞ্চায়েতের একাংশ জানান, আরিফ আমেদাবাদের স্টিল আয়রনের কারখানায় কাজ করত। সেখানে  একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

পুকুর থেকে তুলে তাকে প্রথমে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার চিকিৎসকরাও জানায়, যে জলে ডুবে আরিফের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিমানে করে আরিফের মৃতদেহ নিয়ে আসা হয়। তবে এই মৃত্যুর পেছনে কোনও রহস্য আছে বলে তাদের ধারণা। এই গোটা ঘটনা তদন্তের দাবি করছেন তারা।

Leave a Comment