



#ইসলামপুর: চোপড়া ব্লকের বিভিন্ন জায়গায় নিত্যদিন চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে সাধারণ মানুষ। এবার চোপড়া মর্নিং প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের সামগ্রী চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল স্কুল চত্বরে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবেশ সিংহ জানান মিড ডে মিলের রান্না ঘরের তালা ভেঙে রান্না করার কড়াই গামলা হাতা খুন্তি সহ একাধিক সামগ্রী চুরি গেছে। এই বিষয়ে চোপড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলেও তিনি জানান।
