



#মালবাজার: মর্মান্তিক দুর্ঘটনার পর মোমবাতি মিছিল নয়, বরং দুর্ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে দুর্ঘটনার সম্ভাবনা কমে যায়। রক্ষা পায় জীবন ও সম্পদ। গুজরাটের ঘটনার পর সেভকে তিস্তার উপর করনেশন সেতুর বিকল্প এক দ্বিতীয় সেতুর দাবি এমন কথা জানিয়েছেন ডুয়ার্স ফোরাম ফর সোস্যাল রিফর্মের সম্পাদক চন্দন রায়।
ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির সরক পথের লাইফ লাইন ৩১ জাতীয় সরক। এই সরক পথেই রয়েছে তিস্তানদীর প্রাচীন করনেশন সেতু। সেতু পেরিয়ে বাঁ- দিকে জাতীয় সরক চলে গেছে শিলিগুড়ির দিকে। ডান দিকে কালিম্পং ও সিকিম যাওয়া ১০ নম্বর জাতীয় সরক। প্রতিদিন শত শত যানবাহন এই করনেশন সেতুর উপর দিয়ে যাতায়াত করে। প্রায় ৮০ বছরের পুরানো ইংরেজ আমলের তৈরি এই গুরুত্বপূর্ণ সেতুর মেয়াদ বহু আগেই শেষ হয়ে গেছে।
কয়েক বছর আগে ভুমিকম্পে সেতুতে ফাটল দেখা দেয়। জাতীয় সরক কর্তৃপক্ষ সেটা সংস্কার করলেও বিশেষজ্ঞ দল পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে যে এই সেতুর উপর দিয়ে ১০ টনের চাইতে বেশি ভারি যানবাহন চলাচল করা উচিত নয়।জাতীয় সরক কর্তৃপক্ষ এই মর্মে নির্দেশিকা জারি করে বোর্ড লাগিয়েছে। তা সত্বেও রাতের দিকে বহু পণ্যবাহী ভারি যানবাহন চলাচল করে। এতেই উদ্বিগ্ন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।গুজরাটের ঘটনার পর এই উদ্বিগ্নতা মানুষের বেড়েছে।
তিস্তার নদীর উপর দ্বিতীয় এক সেতুর দাবি নিয়ে গত কয়েক বছর ধরে আন্দলোন চালিয়ে যাচ্ছে “ডুয়ার্স ফোরাম ফর সোস্যাল রিফর্ম” নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। ইতিমধ্যেই দ্বিতীয় এই সেতুর কথা সংসদে তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। বিভিন্ন মহলের আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু, আজও কোন কাজের নিদর্শন দেখা যায় নি।তাই গুজরাটের ঘটনার তিস্তার উপর দ্বিতীয় সেতুর দাবি জোরালো করেতে মঙ্গলবার রাতে এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা মালবাজার শহরে আলোচনায় বসে।
আলোচনার শেষে সংস্থার সম্পাদক চন্দন রায় বলেন, আমরা প্রতিটি দূর্ঘটনার শেষে আমরা মোমবাতির মিছিল করি। কিন্তু, দুর্ঘটনা ঘটার আগে ব্যবস্থা নেই না। সেভকের করনেশন সেতুর মেয়াদ শেষ হয়ে গেছে। বয়েসের ভারে ক্লান্ত এই সেতু। আজও যোগাযোগের মাধ্যম হিসাবে দাঁড়িয়ে আছে। গুজরাটের মতো ঘটনা ঘটার আগে প্রাচীন এই সেতুকে হেরিটেজ ঘোষণা করে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা প্রয়োজন। এরসাথে দ্বিতীয় এক সেতু অবিলম্বে নির্মাণ করা উচিত। একাযে কেন্দ্র ও রাজ্য যৌথ ভাবে এগিয়ে এসে নির্মাণ কাজ শুরু করা উচিত।
