



#রায়গঞ্জঃ নিজের শিক্ষিকা পদের চাকরি বাঁচাতে গতকালের মত এদিনও স্কুলের গেটে ধর্ণায় বসলেন ওই স্কুলেরই কম্পিউটার শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌরসভার দেবীনগর গয়ালাল রামহরি গার্লস হাই স্কুলে। এমন ঘটনায় এদিনও উত্তেজনা ছিল দেবীনগর কালিবাড়ী এলাকায়। জানা গেছে, নিজের চাকরি চলে যাওয়ার অভিযোগ তুলে নব নিযুক্ত শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা দিয়ে গতকালই স্কুলের সামনে বিক্ষোভে সামিল হন শিক্ষিকা ডলি দত্ত।
সরকারিভাবে বরাতপ্রাপ্ত একটি বেসরকারি সংস্থার অধীনে চুক্তিভিত্তিক পদে এতদিন ওই স্কুলের কম্পিউটার শিক্ষিকা হিসেবে কাজ করে আসছিলেন ডলি দত্ত। তার অভিযোগ, এখন তাকে চাকরি থেকে সরিয়ে তার বদলে হৈমন্তী রায় চৌধুরী নামে অন্য আরেকজন মহিলাকে তার ওই পদে নিযুক্ত করেছে বরাতপ্রাপ্ত বেসরকারি সংস্থা। এদিন ধর্ণায় বসে ডলি দত্ত বলেন, আমি দীর্ঘ ১১ বছর ধরে এই স্কুলে কম্পিউটার শিক্ষিকা পদে চাকরি করে আসছি। আজ এমন ভাবে সরিয়ে দিলে আমি কোথায় যাব।
তবে ওই স্কুলের প্রধান শিক্ষিকা সহ বাকি সকলে যে ডলি দেবীর সাথে রয়েছেন জানিয়ে, তিনি বলেন, স্কুলের পক্ষ থেকে যা করার করেছে। এখন ওই নিয়োগ সংস্থা চাইলেই চাকরি থাকবে। এমন পরিস্থিতিতে, ডলি দিদিমনির পাশে এসে দাঁড়িয়েছেন রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন উপ পৌরপিতা রনোজ কুমার দাস। এদিকে কতদিনে এই সমস্যার সমাধান হয়, সেদিকেই তাকিয়ে পড়ুয়া থেকে শিক্ষা মহল।
