



#হেমতাবাদঃ পথ নিরাপত্তার বিষয়ে এলাকার বাসিন্দাদের সচেতন করতে পথ নাটিকার আয়োজন করা হল হেমতাবাদে। বুধবার দুপুরে হেমতাবাদ থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি বাজার, সমাসপুর বাজার, হেমতাবাদ বাজার এলাকায় পৃথক ৩টি পথ নাটিকা অনুষ্ঠিত হয়।
হেমতাবাদ থানার ট্রাফিক ওসি বিপুল দত্ত সহ অন্নান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। মূলতঃ হেলমেট পরে বাইক চালানো, গাড়িতে সিট বেল্ট বাঁধা, কানে হেডফোন লাগিয়ে রাস্তা পারাপার না হওয়া এমন একাধিক বিষয়ে পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি পথ দুর্ঘটনা রুখতে সাধারণ মানুষকে অবগত করা হয়।
