



#রায়গঞ্জঃ বুধবার সন্ধ্যায় এক মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক মোটরসাইকেল আরোহীর। রায়গঞ্জ শহরের জেলখানা মোড়ে একটি ১৪ চাকা লরির ধাক্কায় এমন পথ দূর্ঘটনা সংঘটিত হয়। পুলিশি সূত্রে জানা গেছে, মৃত ঐ যুবকের নাম মলয় বর্মন।
বাড়ি ইটাহার থানার কুকড়াকুন্ডা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, মলয় বর্মন নামে ঐ যুবক বাইকে করে নেতাজী মোড় থেকে শিলিগুড়ি মোড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় জেলখানা মোড়ে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে যাত্রী তুলছিল।
সেই বাসটিকে ওভারটেক করার সময় উল্টো দিক থেকে আসা লরি ঐ যুবককে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
