



#ইসলামপুর: বাউন্ডারি ওয়াল না থাকার কারণে ইসলামপুর কলেজের খেলার মাঠে দীর্ঘদিন ধরে বহিরাগতরা যখন তখন প্রবেশ করে। সন্ধ্যার পর থেকেই ওই মাঠ অসামাজিক কাজের আস্তানায় পরিণত হয় বলে স্থানীয়দের অভিযোগ। জানা গেছে পুলিশ প্রশাসন নিয়মিত ওই এলাকায় পেট্রোলিং চালায়, অনেককেই ইতিমধ্যে ওই এলাকা থেকে আটক করা হয়েছে তবুও সমস্যার কোন স্থায়ী সমাধান হয়নি।
বাউন্ডারি ওয়াল না থাকার জন্যই বারবার এই সমস্যা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের ইসলামপুর টাউনের ভাইস প্রেসিডেন্ট মোঃ মানজার বলেন ইতিমধ্যে কলেজের বাউন্ডারি তৈরি করার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে।
বাউন্ডারি ওয়াল না থাকার জন্য এই সমস্যা হচ্ছে তা কার্যত কলেজ কর্তৃপক্ষ মেনে নিয়েছে কলেজের টিচার ইনচার্জ কাজল রঞ্জন বিশ্বাস জানান গভর্নিং বডি চেয়ারম্যান না থাকার কারণে একাধিক কাজ করতে অসুবিধা হচ্ছে।এমনকি নেকের কিছু জরুরী কাজকর্ম রয়েছে চেয়ারম্যান না থাকার কারণে আটকে আছে বলে জানান তিনি। অন্যদিকে বিজেপি এই পরিস্থিতির জন্য শাসকদল ও প্রশাসনকে দায়ী করেছে।
