



#রায়গঞ্জঃ কার্তিক মাস সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র মাস হিসেবে পরিগণিত হয়। একে দামোদর মাসও বলে। এই এক মাস জুড়ে রায়গঞ্জ শহর ও তার আশেপাশের এলাকায় নিত্যদিন ভোর থেকে সকাল পর্যন্ত চলছে হরিনাম সংকীর্তনের প্রচার। হরিনাম সংকীর্তনে দল বেঁধে ভক্তরা কীর্তন গাইছেন। এদের কারও হাতে তুলসী বেদী, কারও হাতে শ্রীখোল, করতাল, মৃদঙ্গ, কাঁসর, শঙ্খ, কিন্তু মুখে হরিনাম।
এমনভাবেই নগরকীর্তনে মজে উঠেছে রায়গঞ্জের বহু মানুষ। এদিন রায়গঞ্জ শহরে দেখা গেল দেবীনগর ভাগবত সংঘ নামে এমনই একটি দলকে দেখা গেল হরিনাম সংকীর্তন করতে। তারা শুধু শহরের প্রধান রাজপথই নয়, শহরের বিভিন্ন বাড়িতেও নাম সংকীর্তন প্রচার করেন বলে জানালেন দলের দলনেতা বকুল চন্দ্র সাহা। এই দলেরই সদস্য অতুল সরকার বলেন, কার্তিক মাস সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস।
অনেকে এই দামোদর মাসকে ধর্ম মাসও বলে থাকেন। শাস্ত্রে উল্লেখ রয়েছে, এই মাসে ভাগবত পাঠ করলে, হরি নাম স্মরণ করলে অনেক পূর্ণলাভ হয়। মন্দিরে প্রদীপ জ্বালালে অশ্বমেধযজ্ঞের সমান পূর্ণ লাভ হয়। এই মাসে গ্রাম হোক বা শহর সর্বত্র শ্রীকৃষ্ণ ভক্তদের নগরকীর্তন করতে দেখা যায়। প্রায় একই বক্তব্য দিলেন ইস্কন মন্দিরের পক্ষে মদন সরকার।
তিনি বলেন, এই পবিত্র মাসে আমরা প্রতি বছরই ভোর থেকেই দল বেঁধে খোল, করতাল বাজিয়ে হরির নামগান করি। আজও মাইক নিয়ে ভক্তরা বেরিয়েছিলেন। ভক্তরা গানের সঙ্গে নৃত্য করতে করতে শহরের রাজপথে প্রচারের কাজ করেন। ভক্তরা জানান, কার্তিক সংক্রান্তিতে মহাপ্রভুর ভোগ আরতি হয়। শহরবাসীদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে।
