News Britant

আবারও চালকদের তৎপরতায় প্রানে বাঁচলো এক বুনো হাতি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: আবারও চালকদের তৎপরতা ও উপস্থিত বুদ্ধির জোরে প্রানে বাঁচলো এক বুনো হাতি। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ও চালসার মাঝে চাপরামারি বনাঞ্চল এলাকায়। রেল সুত্রে জানাগেছে শুক্রবার সকালে ইন্টার সিটি এক্সপ্রেস ট্রেন চালিয়ে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি আসছিলেন ট্রেন চালক অরিন্দম ঘোষ এবং সহকারী চালক কে রাজা।  

বনাঞ্চলের মাঝে তারা দেখতে রেল লাইনের পাশে একটি বুনো হাতি দাড়িয়ে আছে। লাইন পারাপারের চেষ্টা করছে। এই দৃশ্য দেখে তারা আপতকালিন ব্রেক কশে ট্রেন থামিয়ে দেন। প্রায় মিনিট ছয়েক ট্রেন দাঁড়িয়ে থাকার পর হাতিটি আবার বনে ঢুকে যায়। তারপর তারা আবার ট্রেন চালিয়ে গন্তব্য অভিমুখে রওনা দেন। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে এমন ভাবেই এক বুনো হাতি রক্ষা পেয়েছিল। 

Leave a Comment