News Britant

প্রথম রাস উৎসবের প্রস্তুতি ঘিরে চরম উদ্দীপনা রায়গঞ্জের দেবীনগরে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ একটি নবনির্মিত রাধাকৃষ্ণ মন্দিরের দ্বারোদঘাটন সমারোহকে কেন্দ্র করে বৃহৎ আকারের রাস উৎসবের প্রস্তুতি ঘিরে চরম উন্মাদনা ছড়িয়েছে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায়। এই রাসমেলা উপলক্ষে রবিবার রাস চক্রের উদ্বোধন করা হবে সাথে ৫দিন ধরে একটানা ভক্তি মূলক গান, নাচ, কীর্তন, গীতা পাঠ, প্রবচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেবীনগর ভাগবত সংঘের প্রতিষ্ঠাতা বকুল চন্দ্র সাহা।

তিনি জানান, দেবীনগর ভাগবত সংঘের উদ্যোগে এবারই প্রথম দেবীনগর নেতাজি স্পোর্টিং ক্লাব মাঠে বসছে রাসমেলা। আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে প্রতিমা পুজো ও মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষে এই রাস মেলার আয়োজন করা হয়েছে। তিনি জানান, শনিবার সকালে নগরকীর্তনের মধ্যে দিয়ে উৎসব শুরু হবে ও মেলা চলবে ১০ই নভেম্বর পর্যন্ত।

দেবীনগরের ওই ২৭ নম্বর ওয়ার্ডের কোঅরডিনেটর প্রসেনজিৎ সরকার বলেন,  এই রাস মেলায় নাগরদোলার পাশাপাশি থাকছে শিশুদের মনোরঞ্জনের বিভিন্ন খেলার সামগ্রী। এছাড়া মেলায় জিভে জল আনা বিভিন্ন খাবার ও মণিহারির দোকান থাকবে। মেলার পাশাপাশি ৬ দিন ধরে ভাগবত সংঘের নানা অনুষ্ঠান থাকছে। এই মেলা ঘিরে এখন উন্মাদনা ছড়িয়েছে এলাকা বাসীর মধ্যে।

Leave a Comment