



#ইসলামপুর: ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসে ৯৭ জন যুবক যোগদান করেছে। শনিবার রাত ইসলামপুরের ১৩ নম্বর ওয়ার্ডে একটি যোগদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সে য়োগদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত সেন, যুব তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি বিক্রম দাস ও অন্যান্য নেতৃত্বরা।
যুব তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি বিক্রম দাস বলেন, এদিন একটি ওয়ার্ড কমিটিও গঠন করা হয়। এভাবে ইসলামপুর শহরের সব ওয়ার্ডেই ওয়ার্ড কমিটি গঠন করা হবে ।তারপরে ইসলামপুর শহর লোকাল সম্মেলন আয়োজন করা হবে। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন, ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস থেকে অসিত সেন জিতেছেন। সংগঠন মজবুত হয়েছে।
রবিবার ৯৭ জন যুবক যুব তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাতে ভালো লাগছে যে সংগঠন মজবুত হচ্ছে। গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের ছাড়া কোন দল নাই। যে সবার জন্য কাজ করে। তাই জনগণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। তিনি আরো বলেন, বঙ্গভঙ্গ করা বা এই এলাকাকে নিয়ে যে কোনও কেন্দ্র শাসিত প্রদেশ করার অপপ্রচার করা হচ্ছে। তার আমরা সবাই মিলে প্রতিবাদ করবো।
