



#ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভাকেন্দ্রে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এলেন তৃণমূল নেতা সুদীপ রাহা ও জয়া দত্ত। আজ তৃণমূল কংগ্রেসের ইসলামপুর সদর দপ্তরে কার্যালয়ে এসে পৌছন তারা। সেখানে তাদের স্বাগত জানান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৌশিক গুণ সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা।
এদিন ইসলামপুর সদর কার্য্যালয়ে বসে তারা নিয়োগ ইস্যুতে বক্তব্য রাখেন। তারা বলেন সমস্ত নিয়োগ ব্যবস্থা জটিলতা কাটিয়ে সমস্যার সমাধান খুঁজছে নবান্ন। বিরোধী দলগুলি অপপ্রচার চালাচ্ছে ক্রমাগত। কিন্তু তার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য ও উন্নয়নের জন্য কাজ করে চলেছেন। পঞ্চায়েত নির্বাচনের পর রোজগার যোজনার টাকা আদায় করার জন্য তৃণমূল কংগ্রেস মানুষ জনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ি ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দিলেন সুদীপ রাহা।
