News Britant

শেরসাবাদিয়া বিকাশ পরিষদ রাজ্য সম্মেলন ও প্রকাশ্য জনসভা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামুর: উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত দোমহনা রহটপুর হাই মাদ্রাসায়  ২য় শেরসাবাদিয়া বিকাশ পরিষদ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার শেরসাবাদিয়া বিকাশ পরিষদ রাজ্য সম্মেলনে শেরসাবাদিয়া ভাষা সংস্কৃতি স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা, শেরসাবাদিয়া বিকাশ পরিষদ বোর্ড গঠন সহ  বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।

এদিন এই শেরসাবাদিয়া বিকাশ পরিষদ রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন শেরসাবাদিয়া বিকাশ পরিষদের সদস্য ও মন্ত্রী গোলাম রাব্বানি, করণদিঘীর বিধায়ক গৌতম পাল, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। শেরসাবাদিয়া বিকাশ পরিষদ রাজ্য সম্মেলন ও জনসভায় উওর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, সহ মালদা থেকে প্রচুর লোকজন আসেন।

Leave a Comment