News Britant

ফের চুরি করতে এসে শ্রীঘরে ঠাঁই চোরের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: চুরি করতে এসে ফের ধরা পরল এক যুবক। তাকে ধরে গাছের সাথে বেঁধে রাখল স্হানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। এরপর পুলিশ ঐ যুবককে আটক করে। আজ সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দেশবন্ধু পাড়া সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্হানীয়দের অভিযোগ এর আগেও একাধিক বার চুরি করতে এসে ধরা পড়েছিল ওই যুবক। তাকে স্হানীয় বাসিন্দারা ছেড়েও দেয় বার বার। কিন্তু এদিন সকালে আবার ওই এলাকায় পূর্ত দফতরের একটি গুদাম থেকে কিছু সামগ্রী চুরি করার চেষ্টা করলে স্হানীয়রা হাতেনাতে ধরে ওই যুবককে একটি গাছে বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Comment