



#ইসলামপুর: ইসলামপুর মহকুমা হাসপাতালে রক্ত কেনা বেচা সংক্রান্ত পোষ্ট ঘিরে বিভ্রান্তি। এই ঘটনা নিয়ে সরব হয়েছে ইসলামপুর সিস্টার্স এন্ড ব্রাদার্স সোসাইটি। এই সংস্থা বিভিন্ন সময় রক্তদান শিবিরের আয়োজন করে। রক্ত নিয়ে কাজ করে সারাবছর। সুতরাং সোশাল মিডিয়ায় এই ধরনের পোষ্ট ঘিরে রীতিমতন মর্মাহত সংস্থার কর্মীরা।
যার কারনে মঙ্গলবার তারা হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের বাসভবনে গিয়ে ডেপুটেশন পেশ করেন। এই পোষ্টের বিষয়ে পদক্ষেপ গ্রহন করার আবেদন জানিয়েছেন সংস্থার প্রতিনিধি বাপন দাস।
এবিষয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন বাপনবাবু। এই পোষ্ট ঘিরে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন রোগীকল্যান সমিতির চেয়ারম্যানও। এবিষয়ে সাইবার থানায় অভিযোগ জানানো হবে বলে জানান তিনি। অভিযোগ প্রনানিত হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
