



#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃ ক্লাব ক্রিকেটে মঙ্গলবার দুপুরে বিধাননগর স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে লিগে প্রথম জয় পেল প্রতিবাদ। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ বিশ্বাস জানান, এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিধাননগর স্পোর্টিং ক্লাব।
নির্ধারিত ৪০ ওভারের খেলায় ২৭.২ ওভারে ১৭১ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে বিধাননগর। ব্যাটার সাহেব সোম ও প্রণব কর দুজনেই অর্ধ শতরান করেন। প্রতিবাদের পক্ষে বল হাতে সফলতা পান নারায়ন রানা (৩/৭ রান), নিতাই দে (২/২৬ রান) ও অনিমেষ ভৌমিক (২/২৯ রান)।
অপরদিকে, পরে ব্যাট করতে নেমে ২২.৪ ওভারে ৪ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় প্রতিবাদ। প্রতিবাদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন অনিকেত ঝাঁ (৪৩ বলে ৫৬ রান)। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নারায়ণ রানা।
