News Britant

ইসকন মন্দিরে মহামিলন মেলায় মাতোয়ারা ভক্তরা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ বিগত এক মাসের পুজো, পাঠ, পরিক্রমা করে রাস উৎসবের  শেষে মহামিলন মেলায় মাতোয়ারা হয়ে উঠল রায়গঞ্জ ইস্কন মন্দিরের ভক্তরা। গত মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে রাস উৎসব সংগঠিত হলেও, বুধবার সকাল থেকে শুরু হয়েছে মহামিলন মেলার প্রস্তুতি, এমনটাই জানালেন রায়গঞ্জ ইস্কন মন্দিরের পক্ষে চন্দন ঘোষ।

তিনি জানান, ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব কৃষ্ণ ভক্তদের কাছে পরম আরাধ্যের। তাই বিগত এক মাসের দামোদর মাস শেষ করে এমন রাস উৎসবে আমরা ব্রতী হই। আজকের মিলন মেলায় জেলা ও জেলার বাইরের  কমপক্ষে ৫ শতাধিক ভক্ত সেবা গ্রহণ করবেন।

ইস্কন মন্দিরের সভাপতি মন্মথ নাথ দাস বলেন, গত কাল চন্দ্র গ্রহণের কারণে আমরা নামমাত্র ভাবে পুজো পাঠ করেছি। আজ সকল ভক্ত ও সাধারণ মানুষের জন্য পুজো, পাঠ, প্রসাদ বিতরণ করা হবে। এদিন নবদ্বীপ থেকে কোনো প্রতিনিধি না এলেও এদিন রায়গঞ্জের কান্তনগরের ইসকন মন্দিরে এতদঞ্চলের কৃষ্ণ ভক্তরাই ছড়িয়ে দিল কৃষ্ণ নাম, মাতোয়ারা হয়ে উঠল ভক্তরা।

Leave a Comment