News Britant

ক্ষিপ্ত ষাঁড়কে ধরতে ব্যর্থ পুর কর্মীরা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ইসলামপুর ১৫ নং ওয়ার্ডের নেতাজি পল্লী নতুন পারা এলাকায়  প্রায় বছর তিনেক থেকে একটি ষাঁড় থাকে। এর আগে সমস্যা না হলেও কিছুদিন থেকে ওই ষাঁড়টি অতর্কিত হামলায় ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।  এলাকার মানুষের  অভিযোগ ওই ষাঁড় এর আতঙ্কে এলাকার লোকজন বাড়িতে দরজা বন্ধ করে থাকতে বাধ্য হচ্ছে।

বৃহস্পতিবার ইসলামপুর পুরসভার পক্ষ থেকে ওই ষাঁড় টিকে ধরতে  কয়েকজন লোক পাঠানো হলেও। তারা ষাঁড়টিকে ধরতে সক্ষম হয়নি। এলাকার মানুষের দাবি  তাদের নিরাপদ ভাবে বসবাস করার জন্য অবিলম্বে ষাঁড় টিকে ধরার জন্য ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। এলাকার কাউন্সিলর অর্পিতা দত্ত জানান, ষাঁড় টিকে ধরতে না পারলেই সমস্যা।সব ধরণের চেষ্টা করা হচ্ছে।

Leave a Comment