



#রায়গঞ্জঃ শুক্রবার সকাল থেকেই রায়গঞ্জ পৌরসভা এলাকার বিভিন্ন রেঁস্তোরায় গিয়ে ঢুঁ মারতে শুরু করেন রায়গঞ্জ পৌরসভার জনস্বাস্থ্য বিভাগ, ট্রেড লাইসেন্স বিভাগ এবং জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা। এতেই কিছু কিছু রেঁস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশ দেখে এদিন খুব শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন রায়গঞ্জ পৌরসভার মুখ্য পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস।
অভিযোগ, রায়গঞ্জ পৌরসভায় অলি গলিতে বেআইনি ভাবে গজিয়ে উঠেছে রেঁস্তোরা। এই রেঁস্তোরা গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দেওয়া হচ্ছে খাবার। খাবারের মান খারাপ হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে খাবারে মরা ইদুরের মত খাবার দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ক্রেতারা।
ইতিমধ্যেই ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা চালিয়েছিল অভিযান। সতর্ক করে তারা ছেড়ে দিলেও এদিন মুখ্য পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস অস্বাস্থ্যকর রেঁস্তোরা গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করলেন। তিনি বলেন, এদিন বেশ কয়েকটি রেঁস্তোরার অস্বাস্থ্যকর রান্নাঘর, মেঝে হীন রান্নাঘর দেখেছি। তাদের বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে।
