



#ইসলামপুর: করণদিঘী বাসস্ট্যান্ড সহ করণদিঘী থানার সামনে দূঘটনা এড়াতে পুলিশ সচেতনতা অভিযান। মোটর সাইকেল থেকে শুরু করে লরি চালকদের মদ্যপান রুখতে কড়া পদক্ষেপ পুলিশের।করণদিঘী বাসস্ট্যান্ড এ মোটর সাইকেল চালকদের মুখে মেশিন লাগিয়ে মদ্যপান করছে কি না তা দেখা হচ্ছে।
পুলিশের চেকিং এর সময় অনেকেই মদ্যপ অবস্থায় ছিলো। তাই তাদের করণদিঘী থানার পুলিশ আটক করে। ট্রাফিক অফিসার রিদম সাহা বলেন, পথ দুর্ঘটনা এড়াতে মোটর সাইকেলের চালক সহ লরি চালকদের সচেতন করতেই এই পদক্ষেপ।
