



#মালবাজার: মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে শুরু হলো দুই দিন ব্যাপী ছয় জেলার ইউথ পার্লামেন্ট। শুক্রবার দুফুরে এই ইউথ পার্লামেন্টের উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক। উপস্থিত ছিলেন কলেজে ভারপ্রাপ্ত অধ্যাপিকা নন্দীতা মুখোপাধ্যায়, মাল মহকুমা পুলিশ আধিকারিক রবীন থাপা, এডিএম অশ্বিনী কুমার রায়, জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে প্রমুখ।
আমাদের দেশের বিধানসভা এবং সাংসদে দেশের আইন তৈরি হয়। রচিত হয় বিভিন্ন পরিকল্পনা। দেশের বিভিন্ন প্রান্তের জন প্রতিনিধিরা এই সংসদের সদস্য থাকেন। তাদের চুলচেরা বিশ্লেষণ ও যুক্তি তর্কের মাধ্যমে দেশের আইন প্রনয়ণ হয়। স্বাভাবিক ভাবে এর গুরুত্ব অনেক।
স্কুল ও কলেজের পড়ুয়ারা আগামী দিনের দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে পার্লামেন্ট সম্পর্কে ধারণা তৈরি করতে রাজ্যের শিক্ষা মন্ত্রক স্কুল ও কলেজ লেভেলের ইউথ পার্লামেন্ট আয়োজন করে। সেই ডিভিশনাল লেভেলের আয়োজনের দায়িত্ব পেয়েছে মাল কলেজ। শুক্রবার চলবে স্কুল স্তরের ইউথ পার্লামেন্ট ও শনিবার হবে কলেজ লেভেলের ইউথ পার্লামেন্ট।
মাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা শ্রীমতী মুখোপাধ্যায় বলেন,উত্তরের ছয় জেলার ইউথ পার্লামেন্ট আয়োজন করার দায়িত্ব আমাদের উপর পড়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ ছয় জেলার স্কুল কলেজের পড়ুয়াদের মাঝে প্রশ্নোত্তর, তাৎক্ষণিক বক্তিতা, ইউথ পার্লামেন্ট সহ বিভিন্ন প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান হয়েছে। সেই প্রতিযোগিতায় যেসব প্রতিযোগী প্রথম ও দ্বিতীয় হয়েছে তারা এই ডিভিশনাল লেভেলের প্রতিযোগিতায় অংশ নেবে। আজ স্কুল স্তরের ও কাল কলেজ স্তরের প্রতিযোগিতা হবে।
