



#ইসলামপুর: গুটিগুটি পায়ে চলতে চলতে ১৫৬ তম বর্ষে পদার্পন করল কালি পুজো ও মেলা। এই মেলাকে কেন্দ্র করে মিলনক্ষেত্রে পরিনত হয় গোটা গ্রাম। জানা যায়, রাসপূর্ণিমার দিনে চোপড়া ব্লকের প্রসাদগছে কালীপুজোর আয়োজন করা হয়। পুজো উপলক্ষে বসে মেলাও। সঙ্গে চলে পালাটিয়া গান।
এবারে শুক্রবার এই অনুষ্ঠানের উদবোধন হয়। উৎসবে হাজা হাজার মানুষেী সমাগম হয়। এদিন ইসলামপুরের অজয় পালের সংস্থা পালাগান পরিবেশন করে। এই গান মুগ্ধ করে দর্শকদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। এদিন বিধায়কের কাছে অনুষ্ঠান করার জন্য স্থায়ী মঞ্চের দাবী জানানো হয়। বিধায়ক আশ্বস্ত করেছেন।
