



#ইসলামপুর: পথদূর্ঘটনায় গুরুতর জখম ২। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। গতকাল বিকেলে এই ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার ঘরধাপ্পা এলাকায়। এদিন একটি স্করপিও গাড়ি কিষানগঞ্জ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল পথে ঘরধাপ্পা এলাকায় গাড়িটি একটি টোটো কে ধাক্কা মেরে পালিয়ে যায়।
আহত হয় টোটোতে থাকা ২ জন যাত্রী আহত হয়। এরপরই এলাকার লোকজন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ভটনাস্থলে ছুটে যায় পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। এলাকাবাসীর অভিযোগ, ঐ এলাকায় প্রতিনিয়ত এধরনের দূর্ঘটনা ঘটে চলেছে। যার জেরে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
