News Britant

ডুয়ার্স ডে পালন নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন তিস্তা নদীর পুর্ব পার থেকে  আসাম সীমান্তের সংকোশ নদীর পশ্চিম পার পর্যন্ত ভুভাগের নাম ডুয়ার্স। মুলত চা শিল্পের জন্য ডুয়ার্সের পরিচিতি রয়েছে। পাশাপাশি ডুয়ার্সের আর এক বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো বিভিন্ন জাতি, নানা ধর্মের ও সম্প্রদায়ের মানুষ বাস করে। এই বহুত্ববাদীতার জন্য বিভিন্ন সময় জাতি গত সংঘাতও ঘটেছে ডুয়ার্সের মাটিতে।

গত ২০১০ সালে বিভিন্ন রাজনৈতিক পরিবেশে জাতি সংঘর্ষে ডুয়ার্স উত্তাল হয়ে ওঠে। সেই অশান্ত পরিবেশে ডুয়ার্সের বানারহাট, বিন্নাগুড়ি মুষ্টিমেয় কিছু মানুষ জাতিগত সংঘাত এড়িয়ে শান্তির বার্তা নিয়ে ডুয়ার্স জুড়ে প্রচার শুরু করে। জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যের মঞ্চ হিসাবে ডুয়ার্স ডে পালন শুরু করেন। সেই সময় থেকে প্রতি বছর ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে ১৪ জানুয়ারি ডুয়ার্স ডে পালন শুরু করেন।

সেই ডুয়ার্স ডে পালন নিয়ে শনিবার মালবাজার শহরে উদিচি কম্যুনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভার শেষে এই সামাজিক আন্দোলনের অন্যতম উদ্যক্তা ডাঃ পার্থ প্রতিম বলেন, ডুয়ার্সে তিস্টার পুর্ব পার থেকে সংকোশ নদী পর্যন্ত ১৪৮ কিমি লম্বা ও প্রায় ৫০ কিমি প্রস্থ ভুভাগে রয়েছে চাবাগান, বনাঞ্চল, গ্রাম ও শহর। প্রায় ১৪৫ টি ভাষার মানুষ বাস করে। মাঝেমধ্যে পরিবেশ অশান্ত হয়ে ওঠে। শান্তি ও সম্প্রতির বার্তা দিতে আমাদের ডুয়ার্স ডে পালনের মুল উদ্দেশ্য।

মালবাজার শহরে এই দিনটি পালনের জন্য আজ সভা হয়। এই উপলক্ষে একটি বহু ভাষা ভিত্তিক এক ম্যাগাজিন বের হবে। দিনটি সফল পালনের জন্য সুপ্রতিম সরকার, অমিতাভ ঘোষ ও রতন সাহা পোদ্দারকে আহ্বায়ক করে দায়িত্ব দেওয়া হয়েছে”। এদিন এই সভায় আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকরা সহ বিভিন্ন ব্যাক্তি উপস্থিত ছিলেন।

Leave a Comment