News Britant

প্রেমের পরিনীতিতেই কি গৃহবধূর মৃত্যু, আতঙ্কিত শহরবাসী

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ গতকাল বিকেলে রায়গঞ্জের রবীন্দ্র পল্লীতে গলাকাটা অবস্থায় উদ্ধার হয় এক গৃহবধূর মৃতদেহ। এরপরে ২৪ ঘন্টা কেটে গেলেও খুনের মুল অভিযুক্ত এখনও অধরা। গতকাল রাতেই অবশ্য পুলিশ কর্মীরা নামিয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। তবে এই খুনের সাথে ভিন জেলার এক যুবকের নাম উঠে এসেছে।

অন্যদিকে এই ঘটনায় মৃতার ছেলে জানায়, সে স্কুল থেকে ফিরে বিছানায় মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। সে সময় বাড়িতে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। তবে এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করেছে সে। অন্যদিকে, ভিন জেলার যে যুবকের নাম এই খুনে উঠে আসছে, সে সরাসরি এই খুনের সাথে যুক্ত, নাকি অন্য কেউ এই খুন করেছে সবটাই তদন্ত করে দেখছে পুলিশ।

এছাড়া শুধু সম্পর্কের জেরে এই খুন, নাকি লুট করতে এলে আততায়ীর হাতে ঐ গৃহবধূ খুন হয়েছেন, সব দিকই খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ আধিকারিকেরা। তবে দিনে দুপুরের শহরের মধ্যে খুনের ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকাবাসী।

Leave a Comment