



#রায়গঞ্জঃ উত্তর বঙ্গকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবিতে এবার সরব হয়ে বক্তব্য রাখলো সর্বভারতীয় মতুয়া মহাসংঘ। রবিবার দুপুরে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উত্তর দিনাজপুর শাখার একটি সভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জের এফসিআই মোড় সংলগ্ন কালীতলা এলাকায়। সেই সভায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী পড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয়।
পাশাপাশি, সিএএ ও পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলের দাবিতে সরব হন মতুয়ারা। বঞ্চিত উত্তরবঙ্গকে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে সবল করতে চা, পর্যটন ও কাষ্ঠ শিল্পকে সামনে রেখে নতুন কেন্দ্র শাসিত অঞ্চলের দাবিতে সরব হন তারা। উত্তর দিনাজপুরের মতুয়া সম্প্রদায়ের ব্যক্তি বর্গরা ছাড়াও বিভিন্ন জেলার সদস্যরাও উপস্থিত ছিলেন এ দিনের সভায়।
সিএএ বা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বলতে গিয়ে ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডঃ বাবুলাল বালা বলেন, যারা ইতিহাস জানেন, তারা কেউই সিএএ এর বিরোধিতা করবে না। এই কেন্দ্র শাসিত অঞ্চলের গঠন সম্পূর্ণ হলে আমরা বঞ্চিত উত্তর বঙ্গ তকমা কাটাতে পারব।
