



#নিউজ বৃত্তান্তঃ বলিউডে আবার শোকের ছায়া। চলে গেলেন ‘দৃশ্যম’ খ্যাত পরিচালক নিশিকান্ত কামাত।তাঁর পরিচালনায় প্রথম মারাঠি ছবিটিই জাতীয় পুরস্কার পায়। হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে সোমবার সকালে মৃত্যু হল পরিচালকের। লিভার সিরোসিসের সমস্যায় বহুদিন ধরেই ভুগছিলেন নিশিকান্ত, অতীতের সেই সমস্যার কারণেই গত কয়েকদিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। অবশেষে থেমে গেল লড়াই! বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। নিশিকান্ত কামাতের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ‘দিল বেচারা’ পরিচালক তথা কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা।
মরাঠি ছবি ‘ডম্বিভালি ফাস্ট’ এর সঙ্গে ২০০৫ সালে পরিচালক হিসাবে কাজ করা শুরু করেন নিশিকান্ত। প্রথম ছবিতে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি এসেছিল জাতীয় স্বীকৃতি। ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা মরাঠি ছবির পুুরস্কার পেয়েছিল এই ছবি। প্রায় এক দশক পর নিশিকান্ত কামাত জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তাঁর মালায়লম ছবির হিন্দি রিমেক ‘দৃশ্যম’ এর জন্য। যে সাইকোজলিক্যাল থ্রিলারে লিড রোলে ছিলেন অজয় দেবগণ ও তাবু। এছাড়াও ইরফান খান অভিনীত ‘মাদারি’, জন আব্রাহামের ‘ফোর্স’, এবং বহুল প্রশংসিত ছবি ‘মুম্বই মেরি জান’ এর পরিচালক নিশিকান্ত কামাত। পরিচালনার পাশাপাশি একজন সুদক্ষ অভিনেতা ছিলেন নিশিকান্ত কামাত। ‘সাচেত আচ ঘারাত’, ‘রকি হ্যান্ডসম’, ‘ভাবেশ যোশি সুপারহিরো’, ‘ফুকরে’ এবং ‘জুলি-২’তে অভিনয় করেছেন তিনি।
