News Britant

সরকারি ও বেসরকারি উদ্যোগে রায়গঞ্জে শিশু দিবসের অনুষ্ঠান

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সোমবার সারাদিন ধরে নানা ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে রায়গঞ্জে পালিত হল ভারতের প্রধান মন্ত্রী জওহরলাল নেহেরু’র জন্মদিন। এদিন রায়গঞ্জ পৌর শিশু উদ্যানে সিনি ও রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে শিশু দিবস উদযাপন করা হয়। এই কর্মসূচি উপলক্ষে এদিন রায়গঞ্জ পৌর শিশু উদ্যান ছিল কচিকাঁচাদের হাসি মুখের কলরবে মুখর।

জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে ফুল মালা নিবেদন করার পাশাপাশি খুদেদের  হাতে ব্যান্ড বেঁধে  বরণ করে নেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার মুখ্য পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন, অনিরূদ্ধ সাহা, বরুন ব্যানার্জি, অতনু বন্ধু লাহিড়ী সহ বহু অভিভাবক ও অভিভাবিকা।

এদিনের অনুষ্ঠানের শেষ দিকে খুদেদের নিয়ে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায়, সেরাদের পুরস্কৃত করা হয়। এদিন রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলে আয়োজিত হল শিশু দিবস উপলক্ষে  রূপসজ্জা প্রতিযোগিতা। এদিন স্কুলের কচিকাঁচা পড়ুয়াদেরকে নিয়ে নাচ, গান, আবৃত্তি সহ রূপসজ্জা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পড়ুয়াদের কেউ সেজেছে স্বামী বিবেকানন্দ, কেউ দেশ প্রেমিক সৈনিক, কেউ ডাক্তার।

মজার ছলে বিভিন্ন পেশাকে সম্মান জানালো তারা। উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও এদিন চন্ডীতলায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। শহরের বহু কচিকাঁচাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছিল প্রতিযোগিতার আসর। এছাড়াও বিভিন্ন স্কুলেও এদিন পালিত হয় শিশু দিবসের অনুষ্ঠান।

Leave a Comment