News Britant

ভয়াবহ আগুনে ভস্মীভূত বানিজ্যিক প্রতিষ্ঠান

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল চোপড়ায়। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে একটি গ্যারেজ ও বাইকের সরঞ্জামের দোকান। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে চোপড়া বাসস্ট্যান্ড এলাকায়। জানা যায় গ্যারেজ মালিকের নাম আনোয়ারুল। তার গ্যারেজেই প্রথম আগুন লেগে যায়।

এরপর পাশে থাকা বাইকের সরঞ্জামের দোকানটিতে তা ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ইসলামপুর থেকে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। বেশকিছুক্ষনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও এলাকাবাসীর দাবী চোপড়ায় দমকল কেন্দ্র না থাকায় ক্ষয়ক্ষতি বেশী হয়েছে।

ইসলামপুর থেকে দমকল আসতে দেরী হয়েছে। তাই পর্যাপ্ত ক্ষতিপূরন ও চোপড়ায় দমকল কেন্দ্র গড়ার দাবীতে সোচ্চার হয়েছেন এলাকার মানুষ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দমকল আধিকারিক রোশন আলম। পুরো ঘটনায় প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী গ্যারেজ মালিকের।

Leave a Comment