



#ইসলামপুর: ডালখোলা শহরের অভ্যন্তরে বাস চলাচল নিয়ে অভাব অভিযেগ ক্রমশই বেড়ে চলেছে। দীর্ঘ বিক্ষোভ আন্দোলনের পরেও এই সমস্যার নিরসন হয়ে ওঠেনি। যার নিরিখে ধর্মঘটের ডাক দেওয়া হয়। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ সকাল থেকে ডালখোলা শহরজুড়ে ধর্মঘট পালন করে নাগরিক মঞ্চ। ডালখোলা নাগরিক মঞ্চের ডাকে আজ ২৪ ঘন্টা বনধ পালিত হয় শহরজুড়ে।
মূলতঃ ডালখোলা শহরের মধ্যে দিয়ে যাত্রীবাহী বাস চালানোর দাবিতে ধর্মঘট ডাকা হয়। এদিন ডালখোলা শহর জুড়ে বনধের প্রভাব পরিলক্ষিত হয়। সকাল থেকেই বন্ধ দোকান পাট সহ সরকারি ব্যাঙ্ক সহ স্কুল কলেজ। ডালখোলা নাগরিক মঞ্চের দাবি শহর মধ্যে দিয়ে বাস ঢুকছে না যার প্রভাব পড়েছে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজনের উপরে।
