



#মালবাজার: বুধবার দুপুরে নাগরাকাটা ব্লকের লুকসান গ্রামপঞ্চায়েত এলাকার লুকসান নেপালি প্রাইমারি স্কুলের প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ তড়াই ডুয়ার্স শিলিগুড়ি ডেভেলপমেন্ট এন্ড কালচারাল বোর্ড দ্বারা নির্মিত গোর্খা কমিউনিটি হলঘরের উদ্ভোধন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বড়াইক।
এদিন মন্ত্রীর সাথে ছিলেন গোর্খা ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্দিপ ছেত্রী, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ফিরোজ নুর পাটোয়ারী, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুরেশ উরাও, পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ অমিতাভ বোস, নাগরাকাটার বিডিও বিপুল কুমার মন্ডল আইসি কৌশিক কর্মকার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গনেশ উরাও, তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় কুজুর, ব্লক সহসভাপতি কাজি পান্ডে, তৃণমূলের ব্লক যুব সভাপতি প্রবিন সিং ঝা সহ অনান্যরা।
উদ্বোধন করে মন্ত্রী শ্রী চিকবরাইক বলেন, “এই এলাকার গোর্খা সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে এই এলাকায় অসুবিধা হত। তাই গোর্খা সমুদায়ের একটা দীর্ঘ দিনের দাবি ছিল যাতে একটা গোর্খা ভবন করে দেওয়া হয়। এদিন তা পুরণ হলো।আমি এরজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মুলত তার উদ্যোগে আদিবাসী কল্যাণ দপ্তরের অধীনে থাকা গোর্খা ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে এই ভবন নির্মাণ করা হয়েছে।
